মাগুরায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০০:০৬

মাগুরা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ধলহারা মান্দারতলা এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মোছাঃ বন্দনা খাতুন (৪২) নামে এক মা নিহত হয়েছেন। 

নিহত বন্দনা খাতুনের বাড়ি মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামে। তিনি শাহিনুর খন্দকারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে মো. সাহাবী হোসেন তার মাকে মোটরসাইকেলে করে ধলহারা থেকে মাগুরা নিয়ে যাচ্ছিল। মান্দারতলা এলাকায় পৌঁছালে সে একটি গতিরোধক (স্পিড ব্রেকার) দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পেছনে বসা বন্দনা খাতুন ছিটকে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০