জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত ৫

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৩:৪৫ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৬:০৫

জয়পুরহাট, ১৬ জুন, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল রবিবার দিবাগত রাত ১২ টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খনজনপুর মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইদ্রিস আলী জয়পুরহাট সদরের আদর্শপাড়া মহল্লার একরাম আলীর পুত্র। আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের আব্দুস সোবহানের পুত্র মাসুদ হোসেন (৫৩), একই গ্রামের সোলাইমান আলীর পুত্র  শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু  আক্তার (৪২), হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও  তার কন্যা নিহা আক্তার (২)। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন জানান, নিহত অটো রিকশা চালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দুর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খনজনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যান। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ হোসেন, শামীম হোসেন ও তার স্ত্রী  মিনু আক্তারকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ওসি খন্দকার ফরিদ হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পলাতক আছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০