জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত ৫

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৩:৪৫ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৬:০৫

জয়পুরহাট, ১৬ জুন, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল রবিবার দিবাগত রাত ১২ টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খনজনপুর মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইদ্রিস আলী জয়পুরহাট সদরের আদর্শপাড়া মহল্লার একরাম আলীর পুত্র। আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের আব্দুস সোবহানের পুত্র মাসুদ হোসেন (৫৩), একই গ্রামের সোলাইমান আলীর পুত্র  শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু  আক্তার (৪২), হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও  তার কন্যা নিহা আক্তার (২)। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন জানান, নিহত অটো রিকশা চালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দুর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খনজনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যান। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ হোসেন, শামীম হোসেন ও তার স্ত্রী  মিনু আক্তারকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ওসি খন্দকার ফরিদ হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পলাতক আছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০