ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৩:৪৭
ছবি : বাসস

ময়মনসিংহ, ১৬ জুন, ২০২৫ (বাসস): ময়মনসিংহ রেলওয়ে জংশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্নও ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণার জারিয়ার দিকে যাচ্ছিল। ময়মনসিংহ জংশনে পৌঁছালে ৩ নম্বর লাইনে ট্রেনটির ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে একই সময় অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিনটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করেন। এরপর সকাল ১০টার দিকে ট্রেনটি পুনরায় জারিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

এদিকে এখনো লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০