ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৩:৪৭
ছবি : বাসস

ময়মনসিংহ, ১৬ জুন, ২০২৫ (বাসস): ময়মনসিংহ রেলওয়ে জংশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্নও ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণার জারিয়ার দিকে যাচ্ছিল। ময়মনসিংহ জংশনে পৌঁছালে ৩ নম্বর লাইনে ট্রেনটির ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে একই সময় অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিনটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করেন। এরপর সকাল ১০টার দিকে ট্রেনটি পুনরায় জারিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

এদিকে এখনো লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০