হজ শেষে দেশে ফিরেছেন ২৩,৬৫৯ বাংলাদেশি

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৪:৩৯ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৫:৫৮
ফাইল ছবি

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন করার পর, রোববার পর্যন্ত মোট ২৩ হাজার ৬৫৯ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

হজ অফিসের একজন কর্মকর্তা বাসস’কে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি- মোট চারটি ফ্লাইট আজ ৮২২ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেবে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৭৬ জন দেশে ফিরেছেন। 

অপরদিকে, বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন ৬০টি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি বিমান রয়েছে।

পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ বছর পবিত্র হজ করতে গিয়ে মক্কায় ১৮ জন, মদিনায় ৯ জন ও আরাফাতে এক জন মারা গেছেন।

জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল ও ৩১ মে তা শেষ হয়।

হাজযাত্রীদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০