দুর্নীতি মামলায় যবিপ্রবি’র সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার কারাগারে

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৬:১৮
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার। ছবি: বাসস

যশোর, ১৬ জুন, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ড. আব্দুস সাত্তার। এসময় যশোরের সিনিয়র জেলা জজ (জেলা ও দায়রা জজ) ও সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম  বাসসকে এ তথ্য জানান।

তবে এ মামলার অপর দুই আসামি যবিপ্রবি’র উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন বর্তমানে জামিনে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, যবিপ্রবিতে অবৈধভাবে নিয়োগ এবং সরকারি ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ২১ আগস্ট উল্লেখিত তিনজনকে আসামি করে মামলা করেন দুদক যশোরের তৎকালিন উপ-পরিচালক আল আমিন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০০৯ সালের এক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যবিপ্রবি’র সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগের জন্য আবেদন করেন আসামি আব্দুর রউফ। তিন সদস্যের নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন যবিপ্রবি’র উপাচার্য ড. আব্দুস সাত্তার। নিয়োগ বোর্ডের অপর সদস্য ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন।

২০০৯ সালের ২২ আগস্ট মৌখিক পরীক্ষায় আব্দুর রউফ ছাড়াও আরও তিন প্রার্থী ছিলেন। কিন্তু ওই তিনজনের কাউকেই পাশ করানো হয়নি।

বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা হিসেবে আব্দুর রউফের কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বাছাই বোর্ড অবৈধভাবে তাকে প্রথমে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। পরে অভিজ্ঞতার ঘাটতি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সেকশন অফিসার  (গ্রেড-১, পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এতে আরো বলা হয়, রিজেন্ট বোর্ড সভাপতি সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার কোনো বিজ্ঞপ্তি ছাড়াই আব্দুর রউফকে সেকশন অফিসার হিসেবে নিয়োগের চুড়ান্ত সিদ্ধান্ত নেন।

অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে রউফ যবিপ্রবিতে কর্মরত রয়েছেন এবং ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত তিনি বেতন-ভাতা বাবদ ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা নিয়ে আত্মসাত করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ মামলার তদন্ত শেষে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরপর তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

গতকাল আব্দুর রউফ ও ড. কামাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও আজ আদালতের আদেশে ড. আব্দুস সাত্তারকে কারাগারে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০