বেরোবিতে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৭:৫৮ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৮:২৪
বেরোবিতে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি : বাসস

রংপুর, ১৬ জুন, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার  সকালে অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

তিনি বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় অ্যাডভান্সড রিসার্চের বড় ভূমিকা রয়েছে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের উপর অ্যাডভান্সড রিসার্চ করতে পারলে বিজ্ঞানের নতুন দিক উন্মোচিত হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ ।

তিনি বলেন, মেডিকেল ও বিজ্ঞানের অন্যান্য শাখায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে উচ্চধারণ ক্ষমতার কম্পিউটার কম থাকায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে গবেষণা অনেকটাই চ্যালেঞ্জ বটে। তবে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনের সদিচ্ছা থাকলে অ্যাডভান্স রিসার্চে  ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ। 

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০