ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল 

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৮:৪১ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৮:৪৫

ঝালকাঠি, ১৬ জুন, ২০২৫ (বাসস): ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থি ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে বর্তমান কার্যনির্বাহী পরিষদ।  

আজ সোমবার জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি, জেলা বিএনপির শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। 

চিঠিতে গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির সভায় সদস্যপদ বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

সদস্যপদ বাতিল হওয়া আইনজীবীরা হলেন : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল মান্নান রসুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ও তার ছেলে আইনজীবী মো. মোর্শেদ কামাল তালুকদার, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এডিশনাল (পিপি) এম আলম খান কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এডিশনাল (পিপি) আ.স. ম. মোস্তাফিজুর রহমান (মনু), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. মাহাবুবার রহমান তালুকদার, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি. কে. মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার ও এস. এম. রুহুল আমীন রিজভী। 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মো. নাসিমুল হাসান বলেন, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উল্লিখিত ১৬ জন আইনজীবীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। 

কমিটির প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডসহ আইনজীবীদের মারধর, মামলা হামলায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের বিধি মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
আগামী সোমবার ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ
১০