চট্টগ্রামের ফটিকছড়িতে খালে ডুবে নানি-নাতনির মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খালের পানিতে তলিয়ে যাবার পর শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা সম্পর্কে নানি-নাতনি।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মহিষেরঘোনা এলাকায় ধুরং খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুইজন হলেন- শাহানু বেগম (৫০) ও মুনতাহা (৮)। তাদের বাড়ি মানিকপুর গ্রামে। মুনতাহা শাহানু এর মেয়ের ঘরের নাতনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে শাহানু তার দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাড়ির পাশে ধুরং খালে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে মুনতাহা পানির স্রোতে তলিয়ে যেতে থাকেন। তখন শাহানু ও সুমাইয়া তাকে টেনে তোলার চেষ্টা করেন। ফলে তারাও স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। এ সময় সুমাইয়া সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাহানু তলিয়ে যান। প্রায় তিনঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন প্রথমে শাহানু ও পরে মুনতাহাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়েছিল। তবে স্থানীয় লোকজন আগেই তাদের লাশ উদ্ধার করে ফেলে। পুলিশের টিমও পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মশালা
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১০