চট্টগ্রামের ফটিকছড়িতে খালে ডুবে নানি-নাতনির মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খালের পানিতে তলিয়ে যাবার পর শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা সম্পর্কে নানি-নাতনি।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মহিষেরঘোনা এলাকায় ধুরং খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুইজন হলেন- শাহানু বেগম (৫০) ও মুনতাহা (৮)। তাদের বাড়ি মানিকপুর গ্রামে। মুনতাহা শাহানু এর মেয়ের ঘরের নাতনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে শাহানু তার দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাড়ির পাশে ধুরং খালে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে মুনতাহা পানির স্রোতে তলিয়ে যেতে থাকেন। তখন শাহানু ও সুমাইয়া তাকে টেনে তোলার চেষ্টা করেন। ফলে তারাও স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। এ সময় সুমাইয়া সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাহানু তলিয়ে যান। প্রায় তিনঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন প্রথমে শাহানু ও পরে মুনতাহাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়েছিল। তবে স্থানীয় লোকজন আগেই তাদের লাশ উদ্ধার করে ফেলে। পুলিশের টিমও পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০