সাতক্ষীরায় তিনটি অবৈধ ‘স’-মিলে টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কাঠ জব্দ 

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০৯
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশ আইন বিরোধী ও বনবিভাগের অনুমোদনহীন তিনটি প্রতিষ্ঠানে কাঠ চেরাই করার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়। একই সাথে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ এক মাসের মধ্যে প্রতিষ্ঠান তিনটিকে অপসারণের নোটিশ জারি করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ অপু।

তিনি জানান, সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকার কয়েকটি ‘স’ মিলে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে বিজিবি’র দেয়া এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে টাস্কফোর্সের একটি টিম সেখানকার অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া ‘স’-মিল, মেসার্স তামান্না ‘স’-মিল ও মেসার্স দয়া-মায়া ‘স’-মিলে অভিযান পরিচালনা করেন। এসময় করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে উক্ত তিনটি প্রতিষ্ঠানে ‘করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লঙ্ঘন ও ১২ নং বিধি মোতাবেক’ স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং এক মাসের মধ্যে করাত কল অপসারণের নোটিশ জারি করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ওই তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখান থেকে ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদাসহ বিজিবি, পুলিশ ও বনবিভাগের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০