সাতক্ষীরায় তিনটি অবৈধ ‘স’-মিলে টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কাঠ জব্দ 

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০৯
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশ আইন বিরোধী ও বনবিভাগের অনুমোদনহীন তিনটি প্রতিষ্ঠানে কাঠ চেরাই করার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়। একই সাথে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ এক মাসের মধ্যে প্রতিষ্ঠান তিনটিকে অপসারণের নোটিশ জারি করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ অপু।

তিনি জানান, সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকার কয়েকটি ‘স’ মিলে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে বিজিবি’র দেয়া এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে টাস্কফোর্সের একটি টিম সেখানকার অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া ‘স’-মিল, মেসার্স তামান্না ‘স’-মিল ও মেসার্স দয়া-মায়া ‘স’-মিলে অভিযান পরিচালনা করেন। এসময় করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে উক্ত তিনটি প্রতিষ্ঠানে ‘করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লঙ্ঘন ও ১২ নং বিধি মোতাবেক’ স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং এক মাসের মধ্যে করাত কল অপসারণের নোটিশ জারি করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ওই তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখান থেকে ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদাসহ বিজিবি, পুলিশ ও বনবিভাগের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০