সাতক্ষীরায় তিনটি অবৈধ ‘স’-মিলে টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কাঠ জব্দ 

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০৯
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশ আইন বিরোধী ও বনবিভাগের অনুমোদনহীন তিনটি প্রতিষ্ঠানে কাঠ চেরাই করার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়। একই সাথে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ এক মাসের মধ্যে প্রতিষ্ঠান তিনটিকে অপসারণের নোটিশ জারি করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ অপু।

তিনি জানান, সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকার কয়েকটি ‘স’ মিলে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে বিজিবি’র দেয়া এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে টাস্কফোর্সের একটি টিম সেখানকার অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া ‘স’-মিল, মেসার্স তামান্না ‘স’-মিল ও মেসার্স দয়া-মায়া ‘স’-মিলে অভিযান পরিচালনা করেন। এসময় করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে উক্ত তিনটি প্রতিষ্ঠানে ‘করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লঙ্ঘন ও ১২ নং বিধি মোতাবেক’ স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং এক মাসের মধ্যে করাত কল অপসারণের নোটিশ জারি করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ওই তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখান থেকে ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদাসহ বিজিবি, পুলিশ ও বনবিভাগের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মশালা
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১০