সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০৩
পাঁচ দফা দাবিতে মানববন্ধন। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৬ জুন, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে ‘ভূতের মোড়’ ও জোতপাড়া নৌকা ঘাট এলাকায় ৫ দফা দাবিতে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সোমবার বিকালে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলার আর.এস রেকর্ডভুক্ত চরাঞ্চলের আবাদি জমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমির খাজনা আদায় অবিলম্বে চালু করার দাবি জানানো হয়।

এছাড়াও, যমুনার ভাঙন থেকে উপজেলার পূর্ব ও পশ্চিম অঞ্চলের মানুষ ও অবকাঠামো রক্ষায় টেকসই ও স্থায়ী বাধ নির্মাণের দাবি জানানো হয়। 

মানবন্ধনে বক্তারা বলেছেন, গত ১৫ বছরে বাধ নির্মাণের নামে সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরো যে দাবিগুলো তুলে ধরা হয় সেগুলো হলো, চৌহালী উপজেলা সদরের সঙ্গে চর ছলিমাবাদের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা।

দক্ষিণ চৌহালীর বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আধুনিকায়ন ও পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগের দাবি জানানো হয়।

চর ছলিমাবাদ এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত এলাকা গঠনেরও দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার,পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী এবং চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মশালা
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১০