দিনাজপুর পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:১৭

দিনাজপুর, ১৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পার্বতীপুরে রেলওয়ে জংশনে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়।

রামসাগর এক্সপ্রেস-৫৯ আপ ট্রেন-জেলার পার্বতীপুর স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। ট্রেনটি প্রবেশকালে পার্বতীপুর রেলওয়ে জংশনের পানির পাইপ-লাইনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাগর আহমেদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের পুত্র।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জানান, সাগর আহমেদ রামসাগর এক্সপ্রেস ট্রেন যোগে গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে সোমবার বাড়ি থেকে বের হয়েছিল। পথে ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যায়। 

এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ব্যতীত মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
১০