দিনাজপুর পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:১৭

দিনাজপুর, ১৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পার্বতীপুরে রেলওয়ে জংশনে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়।

রামসাগর এক্সপ্রেস-৫৯ আপ ট্রেন-জেলার পার্বতীপুর স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। ট্রেনটি প্রবেশকালে পার্বতীপুর রেলওয়ে জংশনের পানির পাইপ-লাইনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাগর আহমেদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের পুত্র।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জানান, সাগর আহমেদ রামসাগর এক্সপ্রেস ট্রেন যোগে গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে সোমবার বাড়ি থেকে বের হয়েছিল। পথে ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যায়। 

এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ব্যতীত মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০