শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:১৮

শেরপুর, ১৬ জুন, ২০২৫ (বাসস) : শেরপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দুপুর ১২টায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া একই গ্রামের মো. ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দিলে দীর্ঘ ১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় শেরপুর-ঢাকা মহাসড়কে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে সেনাবাহিনী ও পুলিশ।


স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেল যোগে শেরপুর শহর থেকে বিদ্যুৎ বিল দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়ার উদ্দেশ্যে রওনা হন। নিজ গ্রাম হাওড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যান। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য শেরপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম বলেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে। আবেদনের ভিত্তিতে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
১০