যশোরে করোনায় ২ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৩:৪৯ আপডেট: : ১৯ জুন ২০২৫, ১৩:৫৩
প্রতীকী ছবি

যশোর, ১৯ জুন, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে যশোরে দু'জন মারা গেছেন।

এদের একজনের নাম ইউসুফ আলী (৪২)। তিনি বুধবার দিবাগত রাত একটার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এর আগে বুধবার সকালে একই হাসপাতালের আইসিইউতে শেখ আমির নামে করোনা আক্রান্ত আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, যে দুইজন মারা গেছেন তারা উভয়ই কিডনির জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বলেন, বুধবার মধ্যরাতে মারা যাওয়া ইউসুফ আলী কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর শহরের ইবনে সিনা ক্লিনিকে দুইবার তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। পরে তার ঠাণ্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই ক্লিনিকেই করোনা পরীক্ষা করা হয়। বুধবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং রাত একটার দিকে তিনি মারা যান।

ডা. টুলু বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন নারী চিকিৎসাধীন আছেন। তবে তার শরীরে অন্য কোন জটিলতা না থাকায় অনেকটা ভাল আছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০