যশোরে করোনায় ২ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৩:৪৯ আপডেট: : ১৯ জুন ২০২৫, ১৩:৫৩
প্রতীকী ছবি

যশোর, ১৯ জুন, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে যশোরে দু'জন মারা গেছেন।

এদের একজনের নাম ইউসুফ আলী (৪২)। তিনি বুধবার দিবাগত রাত একটার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এর আগে বুধবার সকালে একই হাসপাতালের আইসিইউতে শেখ আমির নামে করোনা আক্রান্ত আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, যে দুইজন মারা গেছেন তারা উভয়ই কিডনির জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বলেন, বুধবার মধ্যরাতে মারা যাওয়া ইউসুফ আলী কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর শহরের ইবনে সিনা ক্লিনিকে দুইবার তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। পরে তার ঠাণ্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই ক্লিনিকেই করোনা পরীক্ষা করা হয়। বুধবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং রাত একটার দিকে তিনি মারা যান।

ডা. টুলু বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন নারী চিকিৎসাধীন আছেন। তবে তার শরীরে অন্য কোন জটিলতা না থাকায় অনেকটা ভাল আছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০