শিক্ষার্থীদের ড্রেজিং কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে : নৌপরিবহন উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:০১
বৃহস্পতিবার মুন্সীগঞ্জে বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা। ছবি : বাসস

মুন্সীগঞ্জ,  ১৯ জুন, ২০২৫ (বাসস) : ড্রেজিংবিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দেশে-বিদেশে খ্যাতনামা ড্রেজিং কোম্পানিগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, দক্ষ জনবল তৈরীর মাধ্যমে ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট দেশের ড্রেজিং কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে নৌ পরিবহন  এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইতোঃপূর্বে ড্রেজিং বিষয়ক কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিলো না। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সারা দেশেই বছরের বিভিন্ন সময়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু আমাদের ড্রেজিং বিষয়ে দক্ষ জনবলের অভাব রয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। 

উল্লেখ্য, ইনস্টিটিউটটিতে বিভিন্ন মেয়াদে ২৮টি কোর্সের কার্যক্রম চালু হয়েছে। এখানে ড্রেজার মেশিন প্রস্তুত বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে একটি ইমার্জেন্সি ফেরিঘাট স্থাপন ও বিদ্যমান শিমুলিয়া নদী বন্দর বহাল রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ইকো ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে একটি ইকোপার্ক নির্মাণ করা যায়। 

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান  কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জের পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল)সহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০