দিনাজপুরে ৩ দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা’র উদ্বোধন 

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:১০
দিনাজপুরে ৩ দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা’র উদ্বোধন । ছবি : বাসস

দিনাজপুর, ১৯ জুন, ২০২৫ (বাসস) : দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য রাখা হয়েছে ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর শহরে গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত মেলায় র‌্যালি, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য দপ্তর প্রধান ও  অতিথিবৃন্দ।

ফল মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ফরমালিন মুক্ত দেশি ফল খাওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করতে এই জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। বিদেশি ফলে কেমিক্যাল যুক্ত ও ফরমালিন মিশানো থাকে। এই কারণে ওইসব ফলগুলোতে কোন ধরনের মশা-মাছি পর্যন্ত স্পর্শ করে না। এমনকি দীর্ঘদিনেও ফলগুলো পচন ধরে না। এসব আমদানি করা ফরমালিন মিশানো ফল কোনো ভাবেই স্বাস্থ্য সম্মত নয়। ফলে এসব ফল খেয়ে আমরা প্রতিনিয়ত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। এজন্য দেশি টাটকা ফল খাওয়ার জন্য সকলকে আহ্বান জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মুশফিকুর রহমান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, পাট বীজ খামার এর উপ-পরিচালক ড. মো. সুলতানুল আলমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান।

পাওয়ার পয়েন্টের মাধ্যমে কৃষি বিভাগের উদ্ভাবন করা উন্নত জাতের ফল চাষ প্রকল্প বিষয়ের উপস্থাপন করেন হর্টিকালচার সেন্টারের আইটি কর্মকর্তা মাসকুরা খাতুন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খুরশীদ হাসান ও  লুৎফুন নাহার।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
১০