খুলনায় অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:৫১

খুলনা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : খুলনায় অপহৃত নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ দাকোপ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা মো. শাহরিয়ার হাসান জিম (২১)। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

পুলিশ জানায়, জেলার দাকোপ উপজেলার কামারখোলা গ্রামে অপহৃত স্কুল ছাত্রীর বাড়ি। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে একই এলাকার শাহরিয়ার হাসান জিম তাকে উত্ত্যক্ত করতো। স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানার পর জিমকে ওই ছাত্রীকে উত্যক্ত না করতে নিষেধ করে। কিন্তু জিম এতে আরো ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় কালিনগর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত বুধবার ভুক্তভোগীর পরিবার দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই কামারখোলা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও জিমকে গ্রেপ্তার করে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত শাহরিয়ার হাসান জিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
১০