খুলনায় অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:৫১

খুলনা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : খুলনায় অপহৃত নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ দাকোপ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা মো. শাহরিয়ার হাসান জিম (২১)। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

পুলিশ জানায়, জেলার দাকোপ উপজেলার কামারখোলা গ্রামে অপহৃত স্কুল ছাত্রীর বাড়ি। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে একই এলাকার শাহরিয়ার হাসান জিম তাকে উত্ত্যক্ত করতো। স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানার পর জিমকে ওই ছাত্রীকে উত্যক্ত না করতে নিষেধ করে। কিন্তু জিম এতে আরো ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় কালিনগর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত বুধবার ভুক্তভোগীর পরিবার দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই কামারখোলা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও জিমকে গ্রেপ্তার করে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত শাহরিয়ার হাসান জিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০