খুলনায় অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:৫১

খুলনা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : খুলনায় অপহৃত নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ দাকোপ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা মো. শাহরিয়ার হাসান জিম (২১)। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

পুলিশ জানায়, জেলার দাকোপ উপজেলার কামারখোলা গ্রামে অপহৃত স্কুল ছাত্রীর বাড়ি। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে একই এলাকার শাহরিয়ার হাসান জিম তাকে উত্ত্যক্ত করতো। স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানার পর জিমকে ওই ছাত্রীকে উত্যক্ত না করতে নিষেধ করে। কিন্তু জিম এতে আরো ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় কালিনগর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত বুধবার ভুক্তভোগীর পরিবার দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই কামারখোলা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও জিমকে গ্রেপ্তার করে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত শাহরিয়ার হাসান জিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
১০