নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২০:০২
আজ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।। ছবি: পিআইডি

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হল শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণে প্রতিটিতে ৫৩ লাখ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এই স্বপ্নে শামিল হয়ে জ্ঞানকেই উত্তরণের পথ হিসেবে গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, যে সব উপজেলায় শিক্ষার হার ও দারিদ্রের হার কম, সে সব এলাকাকে (বিশেষত উত্তরবঙ্গ) বিবেচনায় এনে, মানসম্মত লাইব্রেরি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আসিফ মাহমুদ আরো বলেন, শিক্ষার্থীদের আকৃষ্ট ও জ্ঞান চর্চায় উৎসাহিত করতে লাইব্রেরির নির্মাণ শৈলী, পরিবেশ ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

 দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ লাইব্রেরি নির্মাণের এই কার্যক্রমের জন্য স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে লাইব্রেরি নির্মাণে উপজেলা বাছাই সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিবেচনা কিংবা প্রতিহিংসার বশবর্তী না হয়ে, প্রকৃতপক্ষে বঞ্চিত এলাকাগুলোতে বাজেটের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়েছে এবং লাইব্রেরি নির্মাণেও সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিকদের দক্ষিণ সিটি কর্পোরেশন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নগর ভবন বন্ধের বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দিয়েছে। 

তিনি আরো বলেন, কিন্তু নাগরিক সেবা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে গ্রহণ করবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০