আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক : মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৫৬ আপডেট: : ২৩ জুন ২০২৫, ২১:০৫
সোমবার চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বিএনপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ইতিবাচক এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৩ জুন) চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সোমবার চীন সফরে গেছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

শায়রুল বলেন, পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং। বৈঠকের শুরুতে গ্রেট হলে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান তারা।

তিনি আরও জানান, লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই বৈঠকের মধ্য দিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা লাভ করবে বলে সিপিসি আশা প্রকাশ করে।

সভার আগে দুপুর ২টার দিকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করেন বিএনপি প্রতিনিধি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০