পিরোজপুরে আইসক্রিম ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২১:০০
ছবি: বাসস

পিরোজপুর, ২৩ জুন, ২০২৫ (বাসস): জেলার নাজিরপুর উপজেলায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং ফ্লেবার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সীল গালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কারখানা মালিক পক্ষের মো. হাসান শেখকে (৩৫) নিরাপদ খাদ্য আইন-২০১০ এর দণ্ডবিধিতে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, মেসার্স সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোনো আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেবার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে বাজারে বিক্রি করছেন। অভিযানে বিপুল পরিমাণ রোবট, হাইস্পিড এবং অন্যান্য পরিচিত ব্রান্ডের আইসবার জব্দ এবং নকল প্রস্তুতকৃত আইসবার জব্দ করা হয়।

এছাড়াও  অনুমোদনহীন রং ও ফ্লেবার, চকলেট পাউডার জব্দ  করা হয়। উক্ত কোম্পানির কোনো প্রকার লাইসেন্স না থাকায় এবং বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকায় খাদ্য আইন-২০১০ এর ৩৯ ধারা দণ্ডবিধিতে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ টাকা জরিমানা আদায় এবং সিলগালা করে বন্ধ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
রূপপুর গ্রীণ সিটি প্রকল্পের প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
১০