চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী ফল মেলা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪২
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় চত্বরে ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় চত্বরে ফিতা কেটে এ ফল মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা  কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে অতিথিরা ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে, ফল মেলা উপলক্ষে মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কবরী রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ ফল মেলায় ৬ টি স্টল রয়েছে। এ ফল মেলা সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
১০