চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী ফল মেলা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪২
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় চত্বরে ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় চত্বরে ফিতা কেটে এ ফল মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা  কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে অতিথিরা ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে, ফল মেলা উপলক্ষে মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কবরী রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ ফল মেলায় ৬ টি স্টল রয়েছে। এ ফল মেলা সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
রূপপুর গ্রীণ সিটি প্রকল্পের প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
১০