চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী ফল মেলা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪২
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় চত্বরে ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় চত্বরে ফিতা কেটে এ ফল মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা  কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে অতিথিরা ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে, ফল মেলা উপলক্ষে মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কবরী রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ ফল মেলায় ৬ টি স্টল রয়েছে। এ ফল মেলা সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
১০