চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী ফল মেলা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪২
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় চত্বরে ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় চত্বরে ফিতা কেটে এ ফল মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা  কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে অতিথিরা ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে, ফল মেলা উপলক্ষে মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কবরী রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ ফল মেলায় ৬ টি স্টল রয়েছে। এ ফল মেলা সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০