কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৫৩

কিশোরগঞ্জ, ২৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও গাছবোঝাই টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে রিজবি আহম্মেদ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী-আজলদী গ্রামীণ সড়কের নারান্দী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজবি আহম্মেদ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলীয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রিজবি’র ভাতিজা অনিক (১৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজবি আহম্মেদ ও তার ভাতিজা অনিক মোটরসাইকেল যোগে  পুলেরঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রিজের উপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাছবোঝাই টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিজবি নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত অনিককে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০