কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৫৩

কিশোরগঞ্জ, ২৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও গাছবোঝাই টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে রিজবি আহম্মেদ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী-আজলদী গ্রামীণ সড়কের নারান্দী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজবি আহম্মেদ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলীয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রিজবি’র ভাতিজা অনিক (১৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজবি আহম্মেদ ও তার ভাতিজা অনিক মোটরসাইকেল যোগে  পুলেরঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রিজের উপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাছবোঝাই টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিজবি নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত অনিককে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০