নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:১৬
নড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ২৪ জুন, ২০২৫ (বাসস): জেলায় আজ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ। 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত চালু থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনাখরচে আইনী সেবা পাচ্ছেন। এই আদালতে তিনলাখ টাকা মূল্যমানের বিরোধ নিস্পত্তি সম্ভবপর হচ্ছে। গ্রাম্য সালিশ কোন আইনী কাঠামো নয়। গ্রাম আদালতের রায় আইনী কাঠামোতে স্বীকৃতি পায়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ নারী-পুরুষ কোন আইনজীবী নিয়োগ ছাড়াই নিজে গ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে নায্য বিচার পেতে পারেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালত চালু রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের এবং ৮৮৮টি মামলা নিস্পত্তি হয়েছে। জমির মূল্যমানসহ টাকা আদায় হয়েছে  এককোটি দুইলাখ  ৬৩ হাজার ৯৮০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭২ মামলা
ভারতের ভিডিও বাংলাদেশের বলে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত
কুমিল্লায় মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
নাটোরে বাস চাপায় ইজি বাইকের তিন যাত্রী নিহত
বিএনপি মহাসচিবের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
‘এই মুহূর্তে’ ইউরোপীয়দের সঙ্গে পারমাণু আলোচনা নয় : ইরান
পার্বতীপুরে আরেকটি লোকোমোটিভ রেলওয়ে কারখানা হচ্ছে 
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন উ. কোরীয় নেতা কিম 
১০