নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:১৬
নড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ২৪ জুন, ২০২৫ (বাসস): জেলায় আজ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ। 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত চালু থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনাখরচে আইনী সেবা পাচ্ছেন। এই আদালতে তিনলাখ টাকা মূল্যমানের বিরোধ নিস্পত্তি সম্ভবপর হচ্ছে। গ্রাম্য সালিশ কোন আইনী কাঠামো নয়। গ্রাম আদালতের রায় আইনী কাঠামোতে স্বীকৃতি পায়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ নারী-পুরুষ কোন আইনজীবী নিয়োগ ছাড়াই নিজে গ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে নায্য বিচার পেতে পারেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালত চালু রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের এবং ৮৮৮টি মামলা নিস্পত্তি হয়েছে। জমির মূল্যমানসহ টাকা আদায় হয়েছে  এককোটি দুইলাখ  ৬৩ হাজার ৯৮০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০