শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:৩১
ময়মনসিংহের শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

শেরপুর, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় ‘২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়ন ও ২০২৫-২৬ অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ড. সালমা লাইজু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর, মো. আলমগীর কবীর, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. রহিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শ্রীবরদি উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, বিএডিসি কর্মকর্তা মো. আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার কৃষিতে ব্যাপক পরিবর্তন ও সফলতা এসেছে। বিশেষ করে পলিনেট হাউজ, কম্পোষ্ট সার, সূর্যমুখী ও সরিষার চাষ, বিভিন্ন ডাল জাতীয় ফসল, রঙ্গীন ফুলকপিসহ অন্যান্য সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০