শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:৩১
ময়মনসিংহের শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

শেরপুর, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় ‘২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়ন ও ২০২৫-২৬ অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ড. সালমা লাইজু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর, মো. আলমগীর কবীর, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. রহিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শ্রীবরদি উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, বিএডিসি কর্মকর্তা মো. আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার কৃষিতে ব্যাপক পরিবর্তন ও সফলতা এসেছে। বিশেষ করে পলিনেট হাউজ, কম্পোষ্ট সার, সূর্যমুখী ও সরিষার চাষ, বিভিন্ন ডাল জাতীয় ফসল, রঙ্গীন ফুলকপিসহ অন্যান্য সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের বেলুচিস্তানে বিক্ষোভ, আটক ৬০
রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
রূপপুর গ্রীণ সিটি প্রকল্পের প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
১০