সিলেটে সাড়ে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪৭ আপডেট: : ২৪ জুন ২০২৫, ১৯:৫৪
ছবি : বাসস

সিলেট, ২৪ জুন, ২০২৫ (বাসস) : সিলেট-তামাবিল সড়কের হরিপুরে অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জৈন্তাপুর উপজেলার হরিপুরে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। এসব ভারতীয় কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

জব্দকৃত চোরাচালান মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০