সিলেটে সাড়ে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪৭ আপডেট: : ২৪ জুন ২০২৫, ১৯:৫৪
ছবি : বাসস

সিলেট, ২৪ জুন, ২০২৫ (বাসস) : সিলেট-তামাবিল সড়কের হরিপুরে অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জৈন্তাপুর উপজেলার হরিপুরে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। এসব ভারতীয় কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

জব্দকৃত চোরাচালান মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০