কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল : গ্রেপ্তার ৬

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২০:২০ আপডেট: : ২৪ জুন ২০২৫, ২০:২৮
ছাত্রলীগের ঝটিকা মিছিল : গ্রেপ্তার ৬। ছবি : বাসস

কুমিল্লা, ২৪ জুন, ২০২৫(বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে 
জানান, রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সেই মিছিলের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। 

এদিকে মিছিলের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় বুড়িচং থানা পুলিশ।

পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, বুড়িচং থানার আবিদপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৪), একই উপজেলার কাকিয়ারচর গ্রামের সেলিম মুন্সির ছেলে মোহাম্মদ কামরুল হাসান (১৯), আবিদপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সজিব (২৩), একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সাইদুল ইসলাম (২৭), কুমিল্লা কোতোয়ালি থানার বল্লভপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মেহেদী হাসান রিমন (৩০) ও কোতোয়ালি থানার তৈতয়ারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ তোফায়েল আহমেদ (৩২)।

ওসি মোহাম্মদ আজিজুল হক আরও  জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলার দায়ে বুড়িচং থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়। 

আটককৃতদের আজ বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথাসময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১০