টিউলিপের বিষয়ে ইন্টারপোলের সাথে সমন্বয় করব : দুদক চেয়ারম্যান 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২০:৩০ আপডেট: : ২৪ জুন ২০২৫, ২০:৫৮
টিউলিপ সিদ্দিকী। ফাইল ছবি

ঢাকা, ২৪ জুন, ২০২৫(বাসস) : টিউলিপ সিদ্দিকী আদালতের একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি এখন পালাতক। তার বিষয়ে ইন্টারপোলের সাথে যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।  

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দুদক চেয়ারম্যান বলেন, এখন চিঠিপত্র পেয়ে মনে হচ্ছে, চিঠিপত্রের মাধ্যমে মামলা নিস্পত্তি করবো। 

এটাতো কাম্য নয়। আদালতে মামলা হলে আমাদের মোকাবেলা করতে হবে এটাই করা উচিত। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উচিত আদালতে তা মোকাবেলা করা। 

তিনি আরও বলেন, এটা কি কখনো হয় যে, একজন আসামি  চিঠি দিয়ে বলবেন ৭ দিনের মধ্যে আমার চিঠির জবাব না দিলে ধরে নেব আমি অব্যাহতি পেয়েছি। এটা হতে পারে না। এটা হাস্যকর। 

টিউলিপকে মামলা মোকাবেলার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, টিউলিপ সিদ্দিকী নিশ্চয়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে বিদ্যমান আইনে  তিনি বাংলাদেশ মামলা মোকাবেলা করবেন।

তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে আমরা একাধিকবার বলেছি এটা রাজনৈতিক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। আমাদের অনেক আসামির মধ্যে তিনিও একজন। আমাদের কাছে তিনি বাংলাদেশর নাগরিক। 

তার জাতীয় পরিচয় পত্র, টিন এবং এনবিআর-এ  রিটার্ন দাখিল করেছেন। তার সব কিছু তো বাংলাদেশর। 

তাই আমরা মামলা বাংলাদেশে দাখিল করবো। এটা বাংলাদেশের মামলা। আমাদের যে কার্যপরিধি এখানে রাজনৈতিক মামলা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের একজন অভিযুক্তের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০