রথযাত্রা উৎসব উদযাপনে সিলেট সিটি করপোরেশনের অনুদান প্রদান

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২০:৫৫

সিলেট, ২৪ জুন, ২০২৫ (বাসস): সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা ও ৫ জুলাই শনিবার ফিরতি রথযাত্রা উৎসব উদযাপিত হবে। আজ মঙ্গলবার বিকেল চারটায় নগর ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় রথযাত্রা উদযাপনকারী ২৫টি মন্দিরের পরিচালকদের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। 

সভায় প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, ধর্ম-বর্ণ, জাতি-গোত্র নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। 

তিনি বলেন, রথযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সিলেট সম্প্রীতির শহর। তবু কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, এরা অন্ধকারকে ভালোবাসে। এদের সব অপকর্ম সংঘঠিত হয় রাতের বেলা। রথযাত্রায় এরা যুক্ত হয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

রথযাত্রা সফরে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ব্যাপারে জেলা প্রশাসনকেও দিকনির্দশনা প্রদান করা হবে। 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহসহ রথযাত্রা উদযাপনকারী মন্দিরের পরিচালক ও সেবায়েতগণ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথাসময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১০