ওবিই এবং একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে সেশনজট কমিয়ে আনা সম্ভব : জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:১৫
ছবি : বাসস

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থাকলে সেশনজট আরও কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যেও সিস্টেম উন্নয়ন করতে পারলে সবাই সুফল ভোগ করবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগগুলো ওবিই কার্যক্রম দেখে উৎসাহিত হবে। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ইতিহাস বিভাগের ‘ডিজাইনিং ওবিই কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

কর্মশালায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর। 

শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। প্রধান বক্তা ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। 

ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
১০