জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:৩৫
ছবি : সংগৃহীত

জাবি, ২৪ জুন, ২০২৫(বাসস): বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জেরোম বাজিনার নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে। 

দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক আহসান প্রতিনিধিদলকে তাদের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি থমাস সুইতালা, সুপর্ণা রায়, ফারুক আহমেদ, সাবরিনা তানজিন এবং জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।

এছাড়াও, জাবি’র পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং ফার্মেসি বিভাগেরঅধ্যাপক মাসুম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকের পর, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করে এর চলমান গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
১০