জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:৩৫
ছবি : সংগৃহীত

জাবি, ২৪ জুন, ২০২৫(বাসস): বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জেরোম বাজিনার নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে। 

দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক আহসান প্রতিনিধিদলকে তাদের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি থমাস সুইতালা, সুপর্ণা রায়, ফারুক আহমেদ, সাবরিনা তানজিন এবং জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।

এছাড়াও, জাবি’র পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং ফার্মেসি বিভাগেরঅধ্যাপক মাসুম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকের পর, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করে এর চলমান গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০