বিএনপি-চীন সম্পর্ক আরো দৃঢ় করতে সমঝোতা স্মারক চায় বেইজিং

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৪৭
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। ছবি: বাসস

ঢাকা, ২৫ জুন ২০২৫ (বাসস): চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে সিপিসি’র পক্ষ থেকে ‘এক চীন নীতি’র প্রতি বিএনপির সুস্পষ্ট অবস্থানের প্রশংসা করা হয়।

বিএনপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কর্মসূচিকে বৈশ্বিক উন্নয়ন ও জনকল্যাণে একটি যুগান্তকারী এবং অসাধারণ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দনও জানান বিএনপি নেতারা।

বৈঠকে বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান-সংক্রান্ত প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা জানানো হয় বিএনপির পক্ষ থেকে।

পরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল একটি মধ্যাহ্নভোজে অংশ নেয়।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেইজিং সফরে রয়েছে। গত ২২ জুন রাতে দলটি চীনে পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
১০