নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৩:১৯

নীলফামারী, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জেলায় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

আজ সকালে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামে তেতুলতলা রেলঘুণ্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেরার চওড়াবড়গাছা আরাজিদলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০), একই গ্রামের সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিল এবং সম্পর্কে কাকাতো ভাই।

স্থানীয়রা জানান, আজ ভোরে দুই ভাই একটি মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে তেতুলতলা নামক অরক্ষিত ওই রেলক্রসিংটি পার হওয়ার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই  তারা নিহত হন।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় (৪৩) বলেন, ‘আমার কাকাতো ভাইয়ের সঙ্গে কাজে যাওয়ার উদ্দেশ্য দুজনেই ভোরে বাড়ি থেকে বের হয়। এরপর ট্রেনে কাটা পড়ার খবর পাই। তারা যে মোটরসাইকেলটিতে ছিল সেটির ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী স্টেশন পর্যন্ত নিয়ে গেছে বলে লোকমুখে শুনেছি’।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোপাল রায় বলেন,‘আমি যতটুকু জানতে পারলাম তারা কাজের উদ্দেশে বের হয়েছিল। এই ক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে।

ক্রসিং এর দুই পার্শ্বে দোকান হাওয়ায় কিছু দেখা যায় না, গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নীলফামারী রেলস্টেশন মাস্টার মিন্টু রায় বলে,‘ স্টেশনের অদূরে সকাল সাতটা ৩৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। স্টেশনে ট্রেনটি পৌঁছার পর মোটরসাইকেলটির ইঞ্জিনটি ট্রেন থেকে অপসারণ করা হয়’।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘দুর্ঘটনার পর আমরা মরদেহ উদ্ধার করেছি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের বেলুচিস্তানে বিক্ষোভ, আটক ৬০
রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
রূপপুর গ্রীণ সিটি প্রকল্পের প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
১০