মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৪:১৬

মাগুরা, ২৫ জুন, ২০২৫(বাসস) : জেলার সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে। 

মৃতরা হলো, সেতু খাতুন (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশু কন্যা আনিসা। সেতু  ঐ এলাকার আওয়াল হোসেন স্ত্রী।

আজ সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুর কোলে ছিল শিশু আনিসা। পরিবারের সদস্যরা জানায়, রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় মা ও মেয়ে এক সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সদর থানার এসআই ওহিদুল শেখ বলেন, মরদেহ দুটি হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০