দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৫:৪৭

পঞ্চগড়, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জেলায় দেবীগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সিদ্ধার্থ  হাকিমপুর এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে খেলাধুলা করছিল সিদ্ধার্থ। একপর্যায়ে সবার অজান্তে সে বসতভিটার পশ্চিম পাশে থাকা সেমিপাকা ঘরের টিনের দরজার কাছে যায়। ওই সময়  দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় সে। 

পরে শিশুটির মা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে বিদ্যুৎ সংযোগ নিতে টিনের দরজার ওপর দিয়ে তার টানা হয়েছিল। সেই তার লিক হয়ে টিনের দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। শিশুটি দরজাটি স্পর্শ করায় দুর্ঘটনাটি ঘটে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০