দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৫:৪৭

পঞ্চগড়, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জেলায় দেবীগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সিদ্ধার্থ  হাকিমপুর এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে খেলাধুলা করছিল সিদ্ধার্থ। একপর্যায়ে সবার অজান্তে সে বসতভিটার পশ্চিম পাশে থাকা সেমিপাকা ঘরের টিনের দরজার কাছে যায়। ওই সময়  দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় সে। 

পরে শিশুটির মা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে বিদ্যুৎ সংযোগ নিতে টিনের দরজার ওপর দিয়ে তার টানা হয়েছিল। সেই তার লিক হয়ে টিনের দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। শিশুটি দরজাটি স্পর্শ করায় দুর্ঘটনাটি ঘটে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
ব্যবসায়ী হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে
বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়ে : উৎসব শুরু
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
যৌন হয়রানি রোধে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ
বরিশালে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন
নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত
১০