পটিয়া ও রাঙ্গুনিয়ার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৬:০৪

চট্টগ্রাম, ২৫ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া ও রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। 
গ্রেফতারকৃতদের একজন অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি, অন্যজন এক যুগ ধরে আদালতের দণ্ডপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন।

বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, পটিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আরিফ নামে এক জনকে গ্রেফতার করা হয়। তিনি অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। 
পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, ২৪ জুন রাত ১০টা ২০ মিনিটে রাঙ্গুনিয়ার মধ্য পারুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আবু তৈয়ব (৪৫) নামে আরও এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ইউনুস মেম্বারের ছেলে। 
২০১৩ সালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি মামলায় তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন। দীর্ঘ এক যুগ ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকেও যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
১০