এক কার্গো এলএনজি ও ১ লাখ ৫ হাজার টন সার সংগ্রহ করবে সরকার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৬:৪৯
এলএনজি ও সার । ছবি কোলাজ

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ এক কার্গো এলএনজি ও ১ লাখ ৫ হাজার টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে প্রায় ৫৬৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে দ্বিতীয় লটের প্রায় ১৬৬ কোটি ৮৯ লাখ টাকায় ৪০ হাজার টন এমওপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৩৪২ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়ার গ্রুপ চিমিক তিউনিশিয়ান (জিসিটি) থেকে প্রায় ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার টন টিএসপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৫৫০ মার্কিন ডলার।

অন্য একটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রোপস থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৭১০ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০