গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৬:৫৫
আজ বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাসস

গাজীপুর, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির বিল্লাহ, সহকারী পরিচালক মো. মুশফিক-উল-আলম ও (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প-এর জেলা ব্যবস্থাপক  সাবিনা ইয়াসমীন প্রমুখ।

 কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১৭ মাসে গাজীপুর জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হয় মোট ৮৫৬টি। মামলা নিষ্পত্তির হার ৯৩ দশমিক ৮১ শতাংশ। বাস্তবায়নের সিদ্ধান্তের হার ৭১ দশমিক ৩৬ শতাংশ। মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ৯০৫ টাকা। এরমধ্যে নারী আবেদনকারী ছিলেন ২৪৩জন। বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহণকারী ছিলেন ২২ শতাংশ। আর উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে পাঠানো হয় ৩১৬টি মামলা। 

কর্মশালায় আরও জানানো হয়, বিচার ব্যবস্থায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতকরণে অবদান রাখছে গ্রাম আদালত। এই প্রকল্পের সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের বেলুচিস্তানে বিক্ষোভ, আটক ৬০
রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
রূপপুর গ্রীণ সিটি প্রকল্পের প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
১০