রামেক হাসপাতালে দুদক-এর অভিযান 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৭:১২

রাজশাহী, ২৫ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
আজ বুধবার দুপুরে দুদক-এর রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে। 

রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন দুদক-এর এ টিমে ছিলেন। তারা হাসপাতালে গিয়ে টেন্ডারসহ অন্যান্য বিষয়ের অনিয়ম নিয়ে খোঁজ-খবর নেন। 

এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেন। বিশেষ করে টেন্ডার সংক্রান্ত অনিয়মের কাগজপত্র নিয়ে যান। 

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বাসস’কে বলেন, হাসপাতালে দুদক-এর একটি টিম এসেছিলেন। এর বেশি কিছু আমার জানা নেই। 

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাসস’কে বলেন, অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে। সেখানে কিছু কাগজপত্র দেখা হয়েছে। কিছু কাগজপত্র নিয়ে আসা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০