জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক চালু করছে সিলেট প্রেসক্লাব

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:০৭ আপডেট: : ২৫ জুন ২০২৫, ২১:২৪

সিলেট, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ চালু করেছে সিলেট প্রেসক্লাব। এ লক্ষ্যে আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদ তুরাব ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার। গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তার স্মৃতিতে এই পদক চালু করা হয়েছে। আগামী ১৯ জুলাই তুরাবের শাহাদাৎ বার্ষিকীতে পদক প্রদান করা হবে।

সিরাজুল ইসলাম জানান, এবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে মাঠ পর্যায়ের সাংবাদিকদের এই পদক প্রদান করা হবে। যারা গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কাজ করেছেন তাদের প্রতিবেদন পর্যালোচনা করে পদকের জন্য মনোনয়ন দেওয়া হবে। এই পদকটি নিয়মিত থাকবে।

এই লক্ষে আগ্রহী সাংবাদিকরা তাদের প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন ও ছবি ৭ জুলাই ২০২৫ এর মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওবার জন্য আহ্বান করা হয়েছে। মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
যুক্তরাষ্ট্র সমর্থিত করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ও সূর্য
বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
নড়াইলে বছরে উদ্বৃত্ত দুইহাজার মেট্রিক টন মাছ
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
তুরস্কে ৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার
মাগুরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ
১০