জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক চালু করছে সিলেট প্রেসক্লাব

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:০৭ আপডেট: : ২৫ জুন ২০২৫, ২১:২৪

সিলেট, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ চালু করেছে সিলেট প্রেসক্লাব। এ লক্ষ্যে আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদ তুরাব ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার। গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তার স্মৃতিতে এই পদক চালু করা হয়েছে। আগামী ১৯ জুলাই তুরাবের শাহাদাৎ বার্ষিকীতে পদক প্রদান করা হবে।

সিরাজুল ইসলাম জানান, এবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে মাঠ পর্যায়ের সাংবাদিকদের এই পদক প্রদান করা হবে। যারা গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কাজ করেছেন তাদের প্রতিবেদন পর্যালোচনা করে পদকের জন্য মনোনয়ন দেওয়া হবে। এই পদকটি নিয়মিত থাকবে।

এই লক্ষে আগ্রহী সাংবাদিকরা তাদের প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন ও ছবি ৭ জুলাই ২০২৫ এর মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওবার জন্য আহ্বান করা হয়েছে। মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্লোটিলায় থাকা ইতালির ১৫ জন নাগরিক আজ দেশে ফিরবেন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪
সেই মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন তারেক রহমান
কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু 
ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার 
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন ভিয়েতনামের শীর্ষ নেতা : মন্ত্রণালয়
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আলোচনার আহ্বান এবি পার্টির
জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০