জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক চালু করছে সিলেট প্রেসক্লাব

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:০৭ আপডেট: : ২৫ জুন ২০২৫, ২১:২৪

সিলেট, ২৫ জুন, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ চালু করেছে সিলেট প্রেসক্লাব। এ লক্ষ্যে আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদ তুরাব ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার। গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তার স্মৃতিতে এই পদক চালু করা হয়েছে। আগামী ১৯ জুলাই তুরাবের শাহাদাৎ বার্ষিকীতে পদক প্রদান করা হবে।

সিরাজুল ইসলাম জানান, এবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে মাঠ পর্যায়ের সাংবাদিকদের এই পদক প্রদান করা হবে। যারা গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কাজ করেছেন তাদের প্রতিবেদন পর্যালোচনা করে পদকের জন্য মনোনয়ন দেওয়া হবে। এই পদকটি নিয়মিত থাকবে।

এই লক্ষে আগ্রহী সাংবাদিকরা তাদের প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন ও ছবি ৭ জুলাই ২০২৫ এর মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওবার জন্য আহ্বান করা হয়েছে। মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
রূপপুর গ্রীণ সিটি প্রকল্পের প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
১০