শিক্ষক-শিক্ষার্থীদের নতুন প্রণীত পরীক্ষার নিয়মাবলি অবহিতকরণে সিভাসুর ওয়ার্কশপ

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:৪৬
ফাইল ছবি

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নতুন প্রণীত পরীক্ষার নিয়মাবলি অবহিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী কর্মশালা।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ‘নেভিগেশন দ্য নিউ এক্সাম রুলস ফর আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস: অ্যা ওয়ার্কশপ ফর ফ্যাকাল্টি মেম্বার্স এন্ড স্টুডেন্টস’ শীর্ষক এই কর্মশালা আয়োজন করছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আহাদুজ্জামান।

আজ প্রথমদিন কর্মশালার টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ, মৎস্যবিজ্ঞান অনুষদ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আগামীকাল বৃহস্পতিবার কর্মশালার টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় ২ বেকারিকে জরিমানা
বরিশালে আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের অধিনায়ক চূড়ান্ত
চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের জন্য দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত উপদেষ্টার
জরুরি পশুস্বাস্থ্য সেবায় যুগান্তকারী ভূমিকা পালন করেছে 'মোবাইল ভেট ক্লিনিক'
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিনে ডিএমপির ৫,৭১৯ মামলা
ইউএস ওপেনের শিরোপার পথে সাবালেঙ্কার পরিসংখ্যান
প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য : প্রাণিসম্পদ উপদেষ্টা  
১০