চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল অভিযোগে ২১ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৯:০৮

চট্টগ্রাম, ২৫ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গ্রামাঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা সাধারণ রোগীদের হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপরাধে ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চমেক হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভূক্তভোগীদের এমন অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এদের মধ্যে অনেকে আগেও বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছেন, পরে ছাড়া পেয়ে একই কাজে জড়িয়েছেন।’

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দালাল চক্র সক্রিয় রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

অভিযানে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০