চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল অভিযোগে ২১ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৯:০৮

চট্টগ্রাম, ২৫ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গ্রামাঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা সাধারণ রোগীদের হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপরাধে ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চমেক হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভূক্তভোগীদের এমন অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এদের মধ্যে অনেকে আগেও বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছেন, পরে ছাড়া পেয়ে একই কাজে জড়িয়েছেন।’

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দালাল চক্র সক্রিয় রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

অভিযানে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্লোটিলায় থাকা ইতালির ১৫ জন নাগরিক আজ দেশে ফিরবেন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪
সেই মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন তারেক রহমান
কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু 
ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার 
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন ভিয়েতনামের শীর্ষ নেতা : মন্ত্রণালয়
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আলোচনার আহ্বান এবি পার্টির
জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০