মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৩:৪৩ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১৫:৫৬
রোববার মেক্সিকো সিটিতে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বক্তব্য রাখেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ দূতাবাস রোববার মেক্সিকো সিটিতে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে বহুমাত্রিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে মেক্সিকোতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একসঙ্গে বাংলা নববর্ষ ১৪৩২, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী এবং ঈদুল আজহার পুনর্মিলনী উদযাপন করা হয়।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখায় সবাইকে ধন্যবাদ জানান বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আনসারী রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘১৪০০ সাল’ আবৃত্তি এবং কাজী নজরুল ইসলামের লেখা ‘রাজবন্দীর জবানবন্দি’  থেকে পাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এছাড়াও দুই তরুণ শিল্পীর পরিবেশনায় বাংলা গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

রাষ্ট্রদূত আনসারী বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের এসব আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে দূতাবাস প্রাঙ্গণ সাজানো হয়। এতে বাংলাদেশিরা বিদেশেও নিজেদের চিরায়ত গ্রামীণ পরিবেশের আবহ খুঁজে পান। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রাষ্ট্রদূত আনসারী বলেন, বিদেশে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করছি। এমন আয়োজনের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠানে মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
১০