আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেনকে স্মরণ 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:১০
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণ সভা অনুষ্ঠিত। ছবি বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মনীষীদের স্মরণে একটি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এতে প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- একাডেমির চারুকলা বিভাগর পরিচালক মোস্তফা জামান।

আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে গুণীজনের জীবন ও কর্ম এবং শিল্প-সংস্কৃতিতে তাদের ভূমিকা ও অবদান নিয়ে দু’টি পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’ স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন এবং প্রবন্ধের উপর আলোচনা করেন আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’র সন্তান আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আলোকচিত্রী আমিরুল রাজীব। 

দ্বিতীয় পর্বে ‘আলোকচিত্রী আনোয়ার হোসেন’কে নিয়ে স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন- লেখক, শিক্ষক ও সাংবাদিক সুদিপ্ত সালাম এবং এর উপর আলোচনা করেন শিল্প আলোচক মইনুদ্দিন খালেদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০