আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেনকে স্মরণ 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:১০
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণ সভা অনুষ্ঠিত। ছবি বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মনীষীদের স্মরণে একটি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এতে প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- একাডেমির চারুকলা বিভাগর পরিচালক মোস্তফা জামান।

আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে গুণীজনের জীবন ও কর্ম এবং শিল্প-সংস্কৃতিতে তাদের ভূমিকা ও অবদান নিয়ে দু’টি পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’ স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন এবং প্রবন্ধের উপর আলোচনা করেন আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’র সন্তান আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আলোকচিত্রী আমিরুল রাজীব। 

দ্বিতীয় পর্বে ‘আলোকচিত্রী আনোয়ার হোসেন’কে নিয়ে স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন- লেখক, শিক্ষক ও সাংবাদিক সুদিপ্ত সালাম এবং এর উপর আলোচনা করেন শিল্প আলোচক মইনুদ্দিন খালেদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুফিয়া কামাল হলে সংযুক্ত শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল নেতৃবৃন্দ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ২,০৩৪ টি
হাওর মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা হালনাগাদকরণের প্রক্রিয়ায় চূড়ান্ত করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ
অনিয়ম, হয়রানি, দুর্নীতির অভিযোগে দুদকের তিন এনফোর্সমেন্ট অভিযান
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া 
সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার
রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট 
ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না: মৎস্য উপদেষ্টা
ইসরাইলি যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে রায় দেবেন বিচারকরা
১০