আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেনকে স্মরণ 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:১০
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণ সভা অনুষ্ঠিত। ছবি বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মনীষীদের স্মরণে একটি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এতে প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- একাডেমির চারুকলা বিভাগর পরিচালক মোস্তফা জামান।

আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে গুণীজনের জীবন ও কর্ম এবং শিল্প-সংস্কৃতিতে তাদের ভূমিকা ও অবদান নিয়ে দু’টি পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’ স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন এবং প্রবন্ধের উপর আলোচনা করেন আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’র সন্তান আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আলোকচিত্রী আমিরুল রাজীব। 

দ্বিতীয় পর্বে ‘আলোকচিত্রী আনোয়ার হোসেন’কে নিয়ে স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন- লেখক, শিক্ষক ও সাংবাদিক সুদিপ্ত সালাম এবং এর উপর আলোচনা করেন শিল্প আলোচক মইনুদ্দিন খালেদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০