আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেনকে স্মরণ 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:১০
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণ সভা অনুষ্ঠিত। ছবি বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মনীষীদের স্মরণে একটি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এতে প্রয়াত আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- একাডেমির চারুকলা বিভাগর পরিচালক মোস্তফা জামান।

আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে গুণীজনের জীবন ও কর্ম এবং শিল্প-সংস্কৃতিতে তাদের ভূমিকা ও অবদান নিয়ে দু’টি পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’ স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন এবং প্রবন্ধের উপর আলোচনা করেন আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’র সন্তান আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আলোকচিত্রী আমিরুল রাজীব। 

দ্বিতীয় পর্বে ‘আলোকচিত্রী আনোয়ার হোসেন’কে নিয়ে স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন- লেখক, শিক্ষক ও সাংবাদিক সুদিপ্ত সালাম এবং এর উপর আলোচনা করেন শিল্প আলোচক মইনুদ্দিন খালেদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
১০