টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৪:৫৩
মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্র্যাফিক পয়েন্টে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১ জুলাই, ২০২৫ (বাসস) : টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক স্বার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্র্যাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও ধোপাজান চলতি নদী শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় সুনামগঞ্জ আন্তঃউপজেলা অধিকার পরিষদ এ মানববন্ধন আয়োজন করে। 

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্তঃউপজেলা অধিকার রক্ষা পরিষদের সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, হাওর উন্নয়ন সংস্থা (হাউস)-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ এর সম্পাদক মো. সুহেল আলম, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান এবং নূরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে কাল মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করলেন আদালত
যুক্তরাষ্ট্রের সহায়তা হ্রাসে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে: ডেনিশ এনজিও
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শেরপুরে উদ্ধারকৃত পাইথন বনে অবমুক্ত 
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করেছে ইসি
এনবিআরের আরো পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
১০