টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৪:৫৩
মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্র্যাফিক পয়েন্টে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১ জুলাই, ২০২৫ (বাসস) : টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক স্বার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্র্যাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও ধোপাজান চলতি নদী শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় সুনামগঞ্জ আন্তঃউপজেলা অধিকার পরিষদ এ মানববন্ধন আয়োজন করে। 

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্তঃউপজেলা অধিকার রক্ষা পরিষদের সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, হাওর উন্নয়ন সংস্থা (হাউস)-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ এর সম্পাদক মো. সুহেল আলম, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান এবং নূরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০