যশোরে নির্মাণাধীন ভবন ধসে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিহত

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:৩১
মঙ্গলবার শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন ভবনের ছয় তলার ব্যালকনি ধসে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। ছবি : বাসস

যশোর, ১ জুলাই, ২০২৫ (বাসস) : যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছয় তলার ব্যালকনি (বারান্দা) ধসে পড়ে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার মজমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও শ্রমিক চাপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামের রমজান আলীর ছেলে নূরু (৪৫)।

স্থানীয়রা জানান, ইকবাল মঞ্জিল নামের ১০তলা এই ভবনটির নয় তলা পর্যন্ত আংশিক কাজ হয়েছে। 

আজ সকাল সাড়ে ১১টার দিকে ছয় তলার বারান্দার কাজ তদারকি করছিলেন তিনজন। হঠাৎ তারা বারান্দা ধসে নীচে পড়ে যান। সাথে সাথে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তিনজনকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণকাজে কোনো গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০