ঝিনাইদহ, ১ জুলাই, ২০২৫ (বাসস) : বজ্রপাত রোধ ও প্রাণহানি কমাতে জেলার মহেশপুরে তালগাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশপুরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৩০০ তালের চারা রোপণ করা হয়।
মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা-যাদবপুর সড়কের দুই পাশ ও পার্শ্ববর্তী পতিত জমিতে এসব তালের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এ কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপণ করা হবে।