রাঙ্গামাটি, ১ জুলাই, ২০২৫(বাসস) : জেলার রাজস্থলী উপজেলার জামতলা এলাকায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুরের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ মিয়া (৫৮) পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর পরস পাড়া গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র।
এ ব্যাপারে চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বাসসকে জানান, রাজস্থলীর দুর্ঘটনা কবিলত এলাকা থেকে আহত হানিফকে চিকিৎসার জন্য হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে অটোরিকশায় করে রাজস্থলী আসার পথে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হানিফকে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহতের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।