ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না: নাহিদ

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৬:৩১ আপডেট: : ০১ জুলাই ২০২৫, ১৮:০৩
মঙ্গলবার গাইবান্ধা পৌর উদ্যানে এনসিপির পূর্বঘোষিত পথসভার পর এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনাদের এলাকার যে সমস্যা তা নির্ভয়ে তুলে ধরবেন। আমাদের ভয় ২০২৪ সালেই ভেঙে গিয়েছে। নতুন করে ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না৷

আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত গাইবান্ধার পৌর পার্ক এলাকায় পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধাবাসীর আত্মত্যাগের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর আত্মত্যাগ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে। একটি নতুন বাংলাদেশের জন্য এই গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো তরুণ আহত হয়েছে। তারা এমন বাংলাদেশ চেয়েছে, যে বাংলাদেশে বৈষম্য থাকবেনা, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে। যেখানে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারবেন৷ জুলাই আমাদের প্রতিবাদ শিখিয়েছে। আমরা যেন সে প্রতিবাদ থেকে ফিরে না আসি৷

নাহিদ ইসলাম বলেন, নতুন দেশ গড়ার ডাক দিয়ে আমরা রাজপথে এসেছি৷ ২০২৪ সালে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু এখনো আমাদের নতুন দেশ গড়ে উঠেনি৷ সেই নতুন দেশ গঠনের জন্য আমরা রাজপথে নেমেছি। সেজন্য আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি৷ গাইবান্ধাবাসী দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার। যাদের অধিকার এখনো আদায় হয়নি তাদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি।

নাহিদ বলেন, এনসিপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নাগরিক অধিকার ও মর্যাদার কথা বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ঢাবির ৫৮৩ জন ছাত্রীর আপৎকালীন আর্থিক সহায়তা শুরু
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে কাল মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করলেন আদালত
যুক্তরাষ্ট্রের সহায়তা হ্রাসে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে: ডেনিশ এনজিও
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শেরপুরে উদ্ধারকৃত পাইথন বনে অবমুক্ত 
১০