ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না: নাহিদ

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৬:৩১ আপডেট: : ০১ জুলাই ২০২৫, ১৮:০৩
মঙ্গলবার গাইবান্ধা পৌর উদ্যানে এনসিপির পূর্বঘোষিত পথসভার পর এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনাদের এলাকার যে সমস্যা তা নির্ভয়ে তুলে ধরবেন। আমাদের ভয় ২০২৪ সালেই ভেঙে গিয়েছে। নতুন করে ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না৷

আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত গাইবান্ধার পৌর পার্ক এলাকায় পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধাবাসীর আত্মত্যাগের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর আত্মত্যাগ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে। একটি নতুন বাংলাদেশের জন্য এই গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো তরুণ আহত হয়েছে। তারা এমন বাংলাদেশ চেয়েছে, যে বাংলাদেশে বৈষম্য থাকবেনা, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে। যেখানে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারবেন৷ জুলাই আমাদের প্রতিবাদ শিখিয়েছে। আমরা যেন সে প্রতিবাদ থেকে ফিরে না আসি৷

নাহিদ ইসলাম বলেন, নতুন দেশ গড়ার ডাক দিয়ে আমরা রাজপথে এসেছি৷ ২০২৪ সালে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু এখনো আমাদের নতুন দেশ গড়ে উঠেনি৷ সেই নতুন দেশ গঠনের জন্য আমরা রাজপথে নেমেছি। সেজন্য আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি৷ গাইবান্ধাবাসী দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার। যাদের অধিকার এখনো আদায় হয়নি তাদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি।

নাহিদ বলেন, এনসিপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নাগরিক অধিকার ও মর্যাদার কথা বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০