কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৬:৫৩

কুমিল্লা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউপি’র দক্ষিণ গ্রামে নিখোঁজের ৪ দিন পর বাড়ি থেকে ৫শ’ গজ দুরে মুরগীর খামারের পাশে সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। পরে বুড়িচং থানা পুলিশকে খবর দেন তারা। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়াস্থ সৌদি প্রবাসী শামসুল আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির অদুরে লেবু সংগ্রহের জন্য বাগানে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে বিভিন্নস্থানে খোঁজ করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে ৪দিন পর আজ তার মরদেহটি লেবু বাগানের পাশে দেবর আলমগীর হোসেনের মুরগীর ফার্মের পাশের সেপটিক ট্যাংকের ভেতরে বস্তাবন্দি অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তায় ভরে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

হত্যাকান্ডের সঠিক কারণ জানা না গেলেও স্বজনদের সাথে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে  থাকতে পারে বলে ধারণা করছেন ভিকটিমের স্বজনরা। তবে প্রকৃত রহস্য উদঘাটন কাজ করছে জেলা গোয়েন্দা, পিবিআই ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও অপর এক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, দক্ষিণ গ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০