নড়াইল, ১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ শিশু একাডেমির নড়াইল কার্যালয় পরিচালিত শিশু বিকাশের ৩০ জন শিশু শিক্ষার্থী এবং প্রাক-প্রাথমিকের ৩০ জন শিশু শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন।
এ সময় জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন নেছা, শিশু বিকাশের শিক্ষক সোনিয়া আফরীন ও প্রাক প্রাথমিকের শিক্ষক জেসমিন আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন জানান, কোন ফি ছাড়াই শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশে ও প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী ভর্তিসহ পাঠদান করা হয়ে থাকে। শিশু একাডেমি কার্যালয়ে শিশুদের পাঠদান ছাড়াও চিত্রাংকন, আবৃত্তি, নাচ, গান ও তবলা বাজানো শেখানো হয় বলে তিনি উল্লেখ করেন।