সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২১:০৯
ছবি: সংগৃহীত

সিলেট, ৪ জুলাই, ২০২৫ (বাসস): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই ৩৬ গেইট’ নামে ফটকের নামকরণ করা হয়েছে। এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফটকটি আজ শুক্রবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। 

অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেট’ শুধু একটি ফটক নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের সাক্ষী হয়ে থাকবে। অধিকার রক্ষায় এই দেশের মানুষ কীভাবে তাঁদের জীবন বিসর্জন দিয়েছিলেন তা থেকে তরুণরা অনুপ্রেরণা পাবে।

সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি ২০২৪-২৫ অর্থ বছরে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনের মাঝে সনদ বিতরণ
বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ
অভিষেকেই নিজের উপস্থিতির জানান দিলেন সন
কম্বোডিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত
ইউক্রেন বিষয়ক পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
কুমিল্লায় ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট জব্দ 
সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১১ মামলা
খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
১০